‘দেনা পাওনা’য় অভূতপূর্ব সাড়া
ইউটিউব চ্যানেলে এই সময়ে প্রচার চলতি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ । কেএম সোহাগ রানা রচিত ও পরিচালিত ‘সিনেমাওয়ালা এন্টারটেইম্যান্ট’ ইউটিউব চ্যানেলে নাটকটির ৬৬’তম পর্ব গতকাল প্রচারিত হয়েছে।